ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় রেশন কার্ড ডিজিটাল হচ্ছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  ভারতের ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল বা সম্পূর্ণ কম্পিউটারাইজড করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

রাজ্যের খাদ্যমন্ত্রী মানিক দে জানিয়েছেন, হাতে লেখা রেশন কার্ড নিয়ে নানা ঝামেলা হয়।

তথ্য সব সময় ঠিক থাকে না। গ্রাহকরাও সমস্যায় পড়েন। এসব সমস্যা এড়াতেই কম্পিউটারাইজড রেশন কার্ড বা ডিজিটাল রেশন কার্ডের বিষয়টি চিন্তা করা হচ্ছে।

তিনি জানান, প্রকল্পটি নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। পাইলট প্রজেক্ট (পরীক্ষামূলক প্রকল্প) হিসেবে বেছে নেওয়া হয়েছে মান্দাই ব্লকের খামতিংবাড়ি এডিসি ভিলেজ। প্রথমে সেখানেই বিষয়টি চালু করা হবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরে সারা রাজ্যে তা চালু করা হবে।

মান্দাই ব্লক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রায় চারশ’ রেশন কার্ড কম্পিউটারাইজড করা হয়েছে। কাজ এগিয়েছে খুব ভালভাবেই।

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।