ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জিটিএয়ের বিরোধিতায় হরতাল চলছে তরাই-ডুর্য়াসে

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

শিলিগুড়িঃ তরাই ও ডুয়ার্সে আদিবাসী বিকাশ পরিষদসহ ১১টি সংগঠনের ‘তরাই-ডুয়ার্স জয়েন্ট অ্যাকশন কমিটি’র ডাকে ২৪ ঘণ্টার হরতালে মঙ্গলবার মিশ্র সাড়া পড়েছে।

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন-এ (জিটিএ) তরাই-ডুয়ার্সের এলাকা অন্তর্ভুক্তির দাবির বিরোধিতাকে কেন্দ্র করে এ হরতাল ডাকা হয়েছে।



এরইমধ্যে হরতালের বেশ প্রভাব পড়েছে এলাকায়। শিলিগুড়ি শহরে বাজার ও যান চলাচল স্তব্ধ। বন্ধ রয়েছে বহু স্কুল-কলেজ, অফিস-আদালত। এলাকার সমস্ত চা-বাগানও বন্ধ।

ডুয়ার্সের মধ্যে দিয়ে যে রেল পথ গিয়েছে সেখানে রেল পরিষেবাও প্রায় থমকে রয়েছে। তবে কোনও গোলমালের খবর পাওয়া যায়নি। এখনও শান্তিপূর্ণ এ হরতাল।

জিটিএ গঠিত হওয়ার পর গোর্খা জনমুক্তি মোর্চা শিবির তরাই ও ডুয়ার্সের এলাকাকে এর অন্তর্ভুক্তির দাবি জানিয়ে সরকারের উপর চাপ বজায় রাখছে।

অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চা শিবির বিরোধী আদিবাসী বিকাশ পরিষদসহ ১১টি সংগঠনের ‘তরাই-ডুয়ার্স জয়েন্ট অ্যাকশন কমিটি’র বিরোধিতায় সরব হয়েছেন।

তাই সরকার যাতে এ বিষয়ে মোর্চার দাবি মেনে ডুয়ার্সের মানুষদের বঞ্চিত না করে তার হুশিয়ারি দিয়েই এই বনধ বলে রাজনৈতিক মহলের ধারণা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।