ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আত্মহত্যার হার বাড়ছে ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  দেশের ছোট রাজ্যগুলির মধ্যে আত্মহত্যার হার ত্রিপুরাতে সবচেয়ে বেশি। সারাদেশের মধ্যে আত্মহত্যার নিরিখে ত্রিপুরা পঞ্চম স্থানে রয়েছে।

সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো যে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে তাতেই ফুটে উঠেছে এ চিত্র।

রাজ্যের বিভিন্ন মানবাধিকার সংগঠন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যে দেখা গেছে যে, আত্মহত্যার হারের দিক থেকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রয়েছে শীর্ষ স্থানে।

দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরালা। তারপর একে একে রয়েছে পন্ডিচারি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। ত্রিপুরা রয়েছে পঞ্চম স্থানে।

ত্রিপুরায় আত্মহত্যার হার ৩৩ দশমিক ৯ শতাংশ।

রাজ্যে এভাবে আত্মহত্যার হার বাড়াতে উদ্বিগ্ন বিভিন্ন মহল। এর পেছনে আর্থসামাজিক অবস্থাকেই তারা দায়ী করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

তন্ময় চক্রবর্তী

সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।