ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে দরবার মমতার, বাড়লো অর্থ বরাদ্দ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় বরাদ্দের পরিমাণ বেড়ে হল ২৫ হাজার ৯১০ কোটি রুপি। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়ার সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



আলুওয়ালিয়ার সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে স্বাস্থ্য, কৃষি ও সড়কে বরাদ্দ বাড়ানো হয়েছে। চলতি আর্থিক বছরে যোজনা বরাদ্দ বেড়ে হয়েছে ২৫ হাজার ৯১০ কোটি রুপি।

চলতি আর্থিক বছরে রাজ্যের জন্য ব্যয় বরাদ্দ বৃদ্ধির দাবিতে দিল্লিতে যোজনা কমিশনের সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের সব প্রস্তাব যোজনা কমিশন মেনে নিয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়ার সঙ্গে কথা বলেন তিনি। রাজ্যের জন্য ব্যয় বরাদ্দ নিয়ে সাধারণত যোজনা কমিশনের সঙ্গে যোগাযোগ রাখেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

তবে, তার ওপর ভরসা না রেখে এবার মুখ্যমন্ত্রী নিজেই সরাসরি কমিশনের ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। গত আর্থিক বছরে রাজ্যের জন্য ২২ হাজার ২১৪ কোটি রুপি বরাদ্দ করেছিল যোজনা কমিশন।

রাজ্য সরকারের দাবি ছিল, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম বছরে বরাদ্দ বাড়িয়ে সাড়ে ২৪ হাজার কোটি টাকা করা হোক।

উল্লেখ্য, জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচন। তৃণমূলের সমর্থন ছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের পক্ষে নিজেদের প্রার্থীকে জেতানো বেশ কঠিন।

রাজনৈতিক মহলের মতে, এই অবস্থায় কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে চলতি অর্থবর্ষের শুরুতেই ব্যয় বরাদ্দের পরিমাণ যতটা সম্ভব বাড়িয়ে নিলেন তিনি।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। বিভিন্ন সমীক্ষা বলছে গত ১০-১১ মাসে গ্রামবাংলায় উন্নয়নের গতি অনেকটাই শ্লথ। ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্প রূপায়ণে ব্যর্থ হয়েছে সরকার।

ফলে, মুখ্যমন্ত্রীর ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে যোজনা কমিশনের সঙ্গে বৈঠকে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি দিল্লি নিয়ে যান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।