ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলার শিক্ষাব্রতী বামাপদ মুখারজীর মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  মারা গেলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাব্রতী বামাপদ মুখারজী। বুধবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।



অধ্যাপক বামাপদ মুখারজী নিঃসন্তান। থাকতেন শহরের রামনগর এলাকায়। বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

প্রথমে আগরতলার জিবি হাসপাতালে এবং পরে কলকাতায় তার চিকিৎসা চলে। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি।

প্রথমে রাজ্যের বিভিন্ন কলেজে ইংরাজি বিষয়ে অধ্যাপনা করতেন। পরে অধ্যাপনা করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। সংস্কৃতি কর্মী হিসাবেও তার প্রচুর নামডাক ছিল। মঞ্চে অভিনয়ও করেছেন তিনি একসময়।

তার মৃত্যুতে মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ বহু মানুষ শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট্ এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।