ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৈরি হবে ককবরক শব্দকোষ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ককবরকভাষীদের নিয়ে কর্মশালা করে হবে। এই কর্মশালার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ।



জেলা পরিষদের শিক্ষা বিষয়ক কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা জানিয়েছেন, এ কর্মশালার মূল উদ্দেশ্য ককবরক ভাষার শব্দকোষ গড়ে তোলা।

জেলা পরিষদের সদর কার্যালয় খুমলুঙ’এ হবে কর্মশালাটি। তারিখ এখনো ঠিক হয় নি।

প্রথম দফায় বাংলাদেশ, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়ে যারা ককবরক ভাষায় কথা বলেন তাদের মধ্যে থেকে প্রতিনিধি আনবার চেষ্টা হচ্ছে।

উল্লেখ্য, ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের মানুষ যে ভাষায় কথা বলেন তার নাম ককবরক।

রাধাচরণ বলেন, ‘পাশ্চাত্য সভ্যতার দাপটে হারিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন ছোট ছোট ভাষা। ককবরক যাতে হারিয়ে না যায় তার জন্যই শব্দকোষ তৈরিই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।