ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অপহৃত ইতালীয় বসুস্কোকে মুক্তি দিল মাওবাদীরা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২

নয়াদিল্লি : অবশেষে অপহৃত দ্বিতীয় ইতালীয় নাগরিক পাওলো বসুস্কোকে মুক্তি দিল মাওবাদীরা৷ উড়িষ্যার কন্ধমালের মোহনা গ্রামে মুক্তি দেওয়া হয় তাকে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, শিগগিরই প্রশাসনিক তরফে তাকে ইতালিতে ফেরত পাঠানোর কাজ শুরু হবে৷ কয়েক দিন আগে কন্ধমাল সংলগ্ন গঞ্জাম জেলার সুরাদা থানা এলাকা থেকে বসুস্কো ও অপর এক ইতালীয় ক্লডিয় কোলাঞ্জেলোকে অপহরণ করেছিল মাওবাদীরা।



অপহৃত দুই ইতালীয় নাগরিকের মধ্যে কোলাঞ্জেলোকে গত ১৪ মার্চ স্বাস্থ্যজনিত কারণে মুক্তি দিয়েছিল মাওবাদীরা। এবার তারা ছাড়ল বসুস্কোকেও।

উল্লেখ্য, বুধবারই মাও নেতা সব্যসাচী পণ্ডা এক অডিও বার্তায় জানিয়েছিলেন, তাদের সঙ্গে যে চুক্তি হয়েছে, সরকার তা মানলে তারা অপহৃত ইতালীয়কে মুক্তি দেবেন।

ওই অডিও টেপে তিনি আরও দাবি করেন, বসুস্কোও নিজের মুক্তির আগে জেলবন্দী এক আদিবাসী মহিলার মুক্তি চান।

পণ্ডা জানিয়েছিলেন, তাদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি সরকার মানলেই তারা বসুস্কোকে ছেড়ে দেবেন। এর আগে অবশ্য সরকার পণ্ডার স্ত্রী শুভশ্রীকে ছেড়ে দিয়েছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় ২০১০ সালে শুভশ্রীকে গ্রেফতার করা হয়েছিল।

২ ইতালীয়কে অপহরণের পর উড়িষ্যার বিধায়ক ঝিনা হিকাকাকে অপহরণ করে মাওবাদীরা৷ কিন্তু হিকাকার মুক্তির ব্যাপারে জট এখনো কাটেনি।

মাওবাদীরা জানিয়ে দিয়েছে, ৫৫ জন পুলিশ হত্যাকারী মাও নেতাসহ ৩০ জন মাওবাদীকে মুক্তি দেওয়া না হলে কোনো ভাবেই ছাড়া হবে না উড়িষ্যার বিজেডি বিধায়ক ঝিনা হিকাকাকে৷

বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।