ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সম্মাননা নিতে গিয়ে হয়রানির শিকার ফিরোজা বেগম

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
সম্মাননা নিতে গিয়ে হয়রানির শিকার ফিরোজা বেগম

কলকাতা: রাজ্য সরকারের সম্মাননা নিতে কলকাতায় গিয়ে হয়রানির শিকার হয়েছেন উপমহাদেশের কিংবদন্তী নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম।

কলকাতা বিমানবন্দর থেকে তাকে নিতে যে গাড়ি পাঠানো হয়েছিল, তা মাঝরাস্তায় বিকল হয়ে পড়ে।

তখন তাকে বাধ্য হয়ে গাড়ি থেকে নামতে হয়। পরে অবশ্য বিকল্প গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় দায়িত্বে থাকা অ‍াধিকারিকরা দায়িত্বজ্ঞানহীনতার প্রশ্নের মুখে পড়েছেন। বদলি করা হয়েছে ২ জন সরকারি আধিকারিককে। শুক্রবার থেকে তাদের অন্যত্র কাজে যোগদান করতে বলা হয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, ফিরোজা বেগমকে কলকাতা বিমানবন্দর থেকে আনতে পরিবহন দফতরকে বলা হয়। সরকারি পুলকার থেকে একটি গাড়ি পাঠানো হয়।

বিমানবন্দর থেকে আসার সময় গাড়িটি খারাপ হয়ে গেলে, সঙ্গে থাকা প্রোটকল আধিকারিক তাকে অন্য একটি গাড়িতে করে নিয়ে আসেন।

খবর পেয়ে পুলকারের পক্ষ থেকে আরও একটি গাড়ি পাঠানো হয়। কিন্তু তা কাজে লাগেনি।

পরিবহনমন্ত্রী মদন মিত্র এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দায়িত্বে থাকা আধিকারিককে বদলি করার নির্দেশ দেন।

যাদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন— পুলকারের ইন্সপেক্টর অপারেশন চঞ্চল চক্রবর্তী এবং ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনার কারিগরি করুনাভ স্বর।

চঞ্চল চক্রবর্তীকে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে ও করুনাভ স্বরকে স্টেট টান্সপোর্ট অথরিটিতে বদলি করা হয়েছে।

পরিবহন সচিব বিপি গোপালিকা বলেছেন, ‘পরিবহনমন্ত্রীর নির্দেশে ওই ২ আধিকারিকে বদলি করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
আরডি
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।