ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মার্কিন মুলুকে শাহরুখের হেনস্থার ক্ষতে প্রলেপ দিলেন সাকিব

দীপন বন্দ্যোপাধ্যায়, অতিথি সাংবাদিক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১২

ইডেন গার্ডেন(কলকাতা): ‘মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট’। ব্যাপারটা ঠিক এতটা সেলুলয়েডি না হলেও দ্বিতীয়বার মার্কিন বিমানবন্দরে চরম হেনস্থার মুখে পড়লেন শাহরুখ খান।



শাহরুখের সেই ক্ষততে এদিন প্রলেপ দেওয়ার জন্য নেমেছিলেন গম্ভীররা। টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দ্রাবিড়। বালাজি, ক্যালিসদের সামনে ভালো শুরু করে রাজস্থান। কিন্তু স্পিনাররা আক্রমণে আসতেই অসুবিধায় পড়ে রাজস্থান।

বিশেষত বাংলাদেশি সাকিব-এর সামনে কার্যত গতি হারায় দ্রাবিড়রা। রাহানে (১৯), দ্রাবিড় (২৮) ও শ্রীবৎস (২৪)-এর উইকেট তুলে রাজস্থানের বড় রানের স্বপ্ন ভেঙে দেন সাকিব।

৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। কার্যত এ কারেণেই মাত্র ১৩১ রান করে গুটিয়ে যায় রাজস্থান। নাইটদের হয়ে নারনি ভালো বল করেন।

সব মিলিয়ে ৫ উইকেটে ১৩১ রান করে রাজস্থান। কিন্তু এদিনও বিতর্ক পিছু ছাড়ল না শাহরুখের। কারণ তার হোমগ্রাউন্ড ইডেনের পিচ নিয়ে উঠে গেল প্রশ্ন। যথারীতি স্লোটার্নার উইকেট। হাঁটুর উপর বল উঠছে না। এই পিচ বিগত বছর গুলিতে ভুগিয়ে ছিল নাইটদের। এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি। যদিও এবার অবশ্য নাইটদের ব্যাটিং লাইনআপ ধীরে ধীরে ছন্দে ফিরছে।

এদিনও ১৩১ রানের জবাবে ভালই শুরু করেন গম্ভীররা। তবে দুর্ভাগ্য গম্ভীরের সেট হয়ে গিয়েও তাকে ১১ রানে রান আউট হতে হল। অবশ্য ক্যালিস (৩১), বিসলা (২৯), মনোজ (২৪) এর সৌজন্যে বেশ সহজেই ম্যাচ জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল নাইটরা। শেষের দিকে একটি ৬ ও একটি ৪-এর সৌজন্যে সাকিব গুরুত্বপূর্ণ সময় ১০ বলে ১৬ রান করে দিয়ে নাইটদের জয়ের পথে নিয়ে যায়।

১৯ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের  প্রয়োজনীয় রান তুলে নেয় নাইটরা। বল হাতে রাজস্থানের হয়ে বোথা, হজ ও মিনারিয়ার স্পিনের সামনে রান তুলতে অসুবিধায় পড়ে নাইটরা। যদিও টার্গেট বড় না হওয়ায় সহজেই জয়ের লক্ষ্যমাত্রা ছোঁয় নাইটরা।

এদিন কার্যত সাকিবের অলরাউন্ডিং দক্ষতার কাছেই হারতে হল রাজস্থানকে। ইয়েল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আমেরিকান অভিবাসন দফতরে যেভাবে হেনস্থা হতে হয়েছে শাহরুখকে তাতে একথা বলাই যায় এদিন তার সেই ক্ষতে প্রলেপ দিলেন সাকিব ও তার নাইট যোদ্ধারা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আমেরিকায় পৌঁছে অভিবাসন দফতরে প্রায় ২ ঘণ্টা আটকে থাকতে হয় কিং খানকে। এরপর অবশ্য ইয়েল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ।

কিন্তু সেখানে পৌঁচ্ছে নিজের ক্ষোভ উগরে দিয়ে শাহরুখ বলেছিলেন, নিজেকে হামবড়া মনে হলে আমেরিকায় আসি আর অভিবাসন দফতরের ধাক্কায় সেই মনোভাব দূর হয়। শাহরুখের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিদেশমন্ত্রী কৃষ্ণ বলেছেন, এই ধরনের ঘটনা অভ্যাসে পরিণত হয়েছে। প্রথমে অকারণে বিমানবন্দরে আটকে রাখা হচ্ছে। তার পর ক্ষমা চাওয়া হচ্ছে। এটা চলতে দেওয়া যায় না।

শুক্রবারও দুঃখপ্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ। ভারতীয় কনস্যুলেটে চিঠি পাঠিয়ে মার্কিন শুল্ক দফতর দুঃখপ্রকাশ করেছে। তবে বাংলাদেশি সাকিবের সৌজন্যে সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়ল নাইট মালিকের। একই সঙ্গে টানা ২ ম্যাচ জিতে স্বস্তিতে গম্ভীরও।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১২

আরডি/
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।