ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ব্যাম্বু পার্কে মুম্বাইয়ের শিল্পগোষ্ঠী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  রাজ্যের ব্যাম্বু পার্কে বিনিয়োগ করতে এগিয়ে এলেন মুম্বাইয়ের দুই ব্যবসায়ী। তারা ৮০ কোটি টাকা বিনিয়োগ করতে চান এখানে।

এ খবর জানিয়েছেন, ত্রিপুরা শিল্পউন্নয়ন নিগমের চেয়ারম্যান পবিত্র কর।

মাত্র চার মাস আগে রাজধানীর অদূরে শিলান্যাস হয় ব্যাম্বু পার্কের। ৬৯ একর জায়গার উপর ২৯ কোটি টাকার প্রকল্প এটি।

প্রকল্পের সবটাই ব্যয় বহন করছে কেন্দ্রীয় সরকার। এখন চলছে প্রকল্প এলাকার পরিকাঠামো উন্নয়নের কাজ।

উদ্বোধনের চার মাসের মধ্যেই ব্যাম্বু পার্কে শিল্প স্থাপনে এগিয়ে এলেন শিল্পপতিরা। এতে খুশির হাওয়া রাজ্যের শিল্প বাণিজ্য মহলে।  

মুম্বাইয়ের দুই শিল্পগোষ্ঠী এখানে বাঁশের তৈরি প্লাইউড ও ধুপকাঠির কারখানা গড়তে চায়। রাজ্য সরকারের সঙ্গে ৮০ কোটি টাকা বিনিয়োগ করার ব্যপারে পাকা কথাও হয়ে গেছে শিল্পগোষ্ঠীর।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।