ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিজের উদ্যোগে কলেজ খুলবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  নিজের উদ্যোগেই কলেজ খুলতে চাইছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আগামী শিক্ষা বছর থেকে রাজ্যে দু’টি কলেজ করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা জানিয়েছেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চাইছে রাজ্যে দু’টি কলেজ খোলার জন্য। একটি উত্তর জেলায় ও অন্যটি দক্ষিণ জেলায় খোলার পরিকল্পনা রয়েছে।

এই দুই কলেজের সম্পূর্ণ দায়িত্ব থাকবে বিশ্ববিদ্যালয়ের উপর। উপাচার্য জানান, পঠন পাঠন চলবে ইংরাজি মাধ্যমে। কলেজ দু’টির পরীক্ষা হবে সেমিস্টার পদ্বতিতে।

গত বছরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি কোর্স চালু করেছিল। এই কোর্সে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীরা একেবারে স্নাতক ও স্নাতকোত্তর পড়া শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে বেরুবে।

উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে মতান্তর হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছর সেমিস্টার প্রথা চালু করতে চাইলে বাধা দেন কলেজ শিক্ষকরা। পাঠক্রম পরিবর্তন করার প্রশ্নেও মতবিরোধ হয় রাজ্য সরকারের সঙ্গে।

দু’বছর আগে বিশ্ববিদ্যালয়ের ও বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে পাঠদানের মাধ্যম হিসেবে ইংরাজি চালু করার চেষ্টা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতে ভীষণ অসন্তুষ্ট হয় রাজ্য সরকার। মূলত রাজ্য সরকারের বাধাদানের কারণেই কলেজগুলোতে ইংরেজি মাধ্যম চালু করা যায় নি।

সে সময় রাজ্য সরকারের বক্তব্য ছিল- পাঠদানের মাধ্যম ইংরাজি হলে অনেক ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষার আঙ্গিনা থেকে দূরে চলে যাবে। কারণ স্কুল স্তরে অধিকাংশই পড়াশোনা করে বাংলা মাধ্যমে।

এ সব মতান্তরের জায়গা থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজের উদ্যোগে কলেজ খুলতে চাইছে বলে মনে করা হচ্ছে।    

সব ঠিকঠাক থাকলে জুলাই মাস থেকেই রাজ্যে কলেজ চালু করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২

সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।