ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে দুই বাংলাদেশি আটক

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২

নয়াদিল্লি: ভারতের হরিয়ানা রাজ্যের শহর ফরিদাবাদে রোববার বাংলাদেশি সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।

হরিয়ানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



আটক হওয়া আরমান ও রবিউল নামের ওই দুই বাংলাভাষী তাদের ভারতে থাকার বৈধ কাগজপত্র বা ভিসাসহ কোনো পাসপোর্ট দেখাতে পারেননি।

তাদের নামে ফরেনার্স অ্যাক্টে মামলা হয়েছে।

উল্লেখ্য, নয়াদিল্লির অদূরেই ফরিদাবাদের অবস্থান।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২   
একেআর/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।