ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সন্ত্রাসবাদী নেতার উপদ্রুত আইন প্রত্যাহারের দাবি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরা রাজ্য থেকে উপদ্রুত আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন সন্ত্রাসবাদী নেতা বর্তমান বিধায়ক বিজয় রাঙ্খল।

রাজ্যের ৭০টি থানা এলাকার মধ্যে সম্পূর্ণভাবে ৩৪টি থানা এলাকায় আফসা জারি আছে।

সম্প্রতি ওই এলাকাগুলোতে এ সামরিক আইনের মেয়াদ আরও ছয়মাস বৃদ্ধি করা হয়।

১৯৯৭ সাল থেকেই রাজ্যের এ ৩৪টি থানা এলাকায় এই আইন জারি রয়েছে।
রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ এক সময় তীব্র আকার ধারণ করায় রাজ্য সরকারের পক্ষ থেকে এই আইন প্রয়োগ করা হয়।

এ আইনের ফলে রাজ্যে অনেকটাই কমে এসেছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। তারপরও সরকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সামরিক আইনের মেয়াদ আবারও বৃদ্ধি করেছে বলে জানান রাজ্য পুলিশের এক কর্মকর্তা।

রাজ্যের সন্ত্রাসবাদী সংগঠন টিএনভির সুপ্রিমো ছিলেন বিজয় রাঙ্খল। পরবর্তী সময়ে তিনি আত্মসমর্পণ করেন।

বর্তমানে তিনি রাজ্য বিধান সভার জনপ্রতিনিধি। তিনি এই সামরিক আইন তুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

তার বক্তব্য, রাজ্যে এখন সন্ত্রাসবাদী সমস্যা নেই। বামফ্রন্ট সরকার নিজের সুবিধার জন্য এই আইন বৃদ্ধি করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২

সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।