ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের প্রতিটি বিধান সভা এলাকায় বিক্ষোভ করেছে কংগ্রেস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : মঙ্গলবার রাজ্যের সবকটি বিধান সভা এলাকায় প্রতিবাদ বিক্ষোভ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস।

দলের মুখপাত্র জানিয়েছেন প্রতিটি জায়গার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে এ প্রতিবাদে সামিল হয়েছে।

যদিও খবর, দলের সব অংশের নেতা এই কর্মসূচিতে সামিল হননি। গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এমনটা ঘটেছে।

সম্প্রতি জিরানীয়াতে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। সেখানে দুই যুবকের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, এরা মারা গেছেন রাজনৈতিক সংঘর্ষে। এ ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে কংগ্রেস।

তাছাড়া সম্প্রতি সাব্রুমে দুই নারীর গণধর্ষণের ঘটনাও সামনে আসে। সাব্রুমের ঘটনারও সিবিআই তদন্ত দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।

দুই ঘটনার প্রতিবাদ এবং সিবিআই তদন্তের দাবি জানিয়ে ১৭ এপ্রিল কর্মসূচি নিয়েছিল দলটি।  

একই দাবিতে ৩০ এপ্রিল মহা সমাবেশের ডাক দিয়েছে ত্রিপুরা কংগ্রেস। কিন্তু মঙ্গলবারের কর্মসূচিতে যেভাবে দলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে তাতে ৩০ এপ্রিলের মহাসমাবেশ কতটা সফল হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ সময় : ১৮৩০ ঘণ্টা, এপ্রিল, ১৭, ২০১২

এসএআর

সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।