ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কবিগুরুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

কলকাতা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরর জন্মদিন ২৫ বৈশাখকে জাতীয় ছুটি ঘোষণার দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এর পাশাপাশি স্বামী বিবেকানন্দের সার্ধশততম জন্মবর্ষে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ঐতিহাসিক ধর্ম সম্মেলনের আদলে এবার কলকাতাতেই পালিত হতে চলেছে বিশ্ব- বিবেক যুব উৎসব৷ এর উদ্যোক্তা রাজ্য সরকার৷ সেই সঙ্গে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণের নাম বদলে হতে চলেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন৷

এসব কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷

শিকাগোয় স্বামী বিবেকানন্দের বক্তৃতায় আলোড়ন সৃষ্টি হয়েছিল বিশ্বজুড়ে৷ শিকাগোর থিমকে সামনে রেখেই স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধ শতবর্ষে পালিত হবে বিশ্ব-বিবেক যুব উৎসব৷

আগামী বছরের ১ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত উৎসব অনুষ্ঠিত হবে৷ উৎসবে যোগ দিতে দেশ-বিদেশ থেকে আসবেন বহু বিশিষ্টজন৷

রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে গঠিত দু’টি কমিটিকে নিয়ে মঙ্গলবার রাতে টাউন হলে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ অর্থমন্ত্রী অমিত মিত্র, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিকল্পনা ও উন্নয়ণ মন্ত্রী মণীশ গুপ্ত, ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, আইজি, পুলিশ কমিশনার প্রমুখ যোগ দেন এই বৈঠকে৷

মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, এ বছর রবীন্দ্রজয়ন্তী বিশেষভাবে পালন করবে সরকার৷ ১ মে থেকে ৯ মে পর্যন্ত পালিত হবে রবীন্দ্র সপ্তাহ৷ প্রতিবারের মতো রবীন্দ্র সদনে নয়, সরকারি উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান হবে মুক্তমঞ্চে৷

তিনি বলেন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ থেকে নেতাজী বা শরৎচন্দ্র, বিভিন্ন মণিষীদের চিন্তাধারার মধ্যেই মিল রয়েছে৷ সেই চিন্তাধারাকে একসূত্রে গেঁথেই মিলন-মহামেলার আয়োজন করা হবে বাইপাসের মিলনমেলা প্রাঙ্গণে৷

বাংলাদেশ সময় : ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।