ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা কংগ্রেসের নয় নেতার বিরুদ্ধে সমন জারি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  রাজ্য কংগ্রেসের চার বিধায়কসহ নয় নেতার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

এ নিয়ে তাদের বিরুদ্ধে দু’বার সমন জারি করা হলো।

আদালত সূত্রে জানা গেছে, রাজ্য কংগ্রেসের ওই নয় নেতা আদালতে হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

গত বছরের ১১ জুলাই রাজধানীতে মিছিল বের করে কংগ্রেস। মিছিল থেকেই থানা আক্রমণের ঘটনা ঘটে। পুলিশও লাঠিচার্জ করে।
ওই ঘটনায় ১১ জন আহত হন, মারা যান এক জন।

থানা আক্রমণের ঘটনায় কংগ্রেসের ৯ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়। আসামিদের মধ্যে রয়েছেন, বিধানসভার বিরোধী দল নেতা রতন লাল নাথ, কংগ্রেস বিধায়ক গোপাল রায়, সুদীপ রায়বর্মণ এবং সুবল ভৌমিক।

এর আগেও ওই নয় জনের বিরুদ্ধে আরও একবার সমন বের হয়। কিন্তু তারা আদালতে হাজির হননি। আবার দ্বিতীয়বার তাদের বিরুদ্ধে সমন বের হয়। এবার তারা হাজির না হলে ওই নয় নেতার বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় : ১৫০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।