ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বৃহস্পতিবার কলকাতায় ট্যাক্সি ধর্মঘট

কলকাতায় ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

কলকাতা: ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কলকাতায়। ধর্মঘটের ডাক দিয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন সহ ৪টি সংগঠন ৷

এর ফলে বৃহস্পতিবার কলকাতার রাজপথে নামবে না প্রায় ৩১ হাজার ট্যাক্সি৷ ফলে শহরের যাত্রীদের প্রবল ভোগান্তির আশঙ্কা রয়েছে ৷

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহর অভিযোগ, বারবার দাবিদাওয়া জানালেও সরকার কান দেয়নি।



তিনি বলেন, পুলিশি অত্যাচার বন্ধ, সময়মতো লাইসেন্স দেওয়া এবং ভাড়া বৃদ্ধির দাবিতেই এই ধর্মঘট৷ বারবার দাবিদাওয়া জানানো হয়েছে। কিন্তু সরকার কর্ণপাত করেনি ৷

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পাশাপাশি ধর্মঘটের ডাক দিয়েছে ক্যালকাটা ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়ন, ক্যালকাটা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন এবং ওয়েস্ট বেঙ্গল ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও৷

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ অবশ্য এর জন্য সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন৷

ট্যাক্সি সংগঠনগুলোর তরফে জানানো হয়েছে, ধর্মঘটের ফলে কাল কলকাতা, ২৪ পরগনা, হাওড়া, হুগলি মিলিয়ে প্রায় ৩১ হাজার ট্যাক্সি রাস্তায় নামবে না ৷

এর পাশাপাশি এই ধর্মঘটে কোনও কাজ না হলে আগামী মাসে লাগাতার ৩দিন ট্যাক্সি ধর্মঘটের হুমকিও দিয়েছে ট্যাক্সি সংগঠনগুলো ৷

এদিকে, বুধবার শহরের বিভিন্ন প্রান্তে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ট্যাক্সি, ম্যাটাডোর, মিনিডোরের চালকদের অকারণে হেনস্থা করার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করে ইউনিয়নগুলো। ওয়েলিংটন স্কোয়ারে সমাবেশের পর ৮ জনের একটি প্রতিনিধিদল লালবাজারে স্মারকলিপি জমা দেয়৷

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।