ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বোমায় ৩ তৃণমূল কর্মী নিহত বর্ধমানে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

কলকাতা : বুধবার রাত সাড়ে ৯টায় বর্ধমানের মঙ্গলকোটে  বোমা বিস্ফোরণে তিন তৃণমূল কর্মী মেহের শেখ, আসফিয়া শেখ এবং কুরবান শেখ নিহত হয়েছে।

ঘটনায় গুরুতর জখম হন রোশিনা বিবি।

তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

তৃণমূলের অভিযোগ, সিপিএম সন্ত্রাসীদের হামলায় তারা ৷

এই অভিযোগ অস্বীকার করে সিপিএমের দাবি, বোমা বাঁধতে গিয়ে ওই ৩ তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে।

অপর একটি মহল থেকে জানানো হয়েছে, ১০০ দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূলেরই আরেক গোষ্ঠীর হামলায় মৃত্যু হয়েছে ওই ৩ জনের৷ ঘটনার পরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়। তারা এর তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময় : ১৯২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
আরডি,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।