ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। প্রতি দিন বাড়ছে তাপমাত্রা।

সর্বচ্চো তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রি। সেই সাথে বাতাসের আপেক্ষিক আদ্রতা ৯২ শতাংশ। সব মিলিয়ে গরমে অস্বস্তিকর পরিবেশ রাজ্যজুড়ে।

গত সপ্তাহে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছিল। এতে তাপমাত্রা কম ছিল কিছু।

কিন্তু এ সপ্তাহে বৃষ্টি না হরওয়ায় তাপমাত্রা বাড়ছে তরতর করে। তাপমাত্রা এবং আদ্রতা দুটোই উপরের দিকে থাকায় গরমে কাহিল অবস্থা সবার।

এদিকে, গরম বাড়তে থাকায় রোগ জীবাণু ছড়াচ্ছে পরিবেশে। চিকিৎসকরা জানিয়েছেন, এ কারণে বসন্ত, হাম প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

পাহাড়ে দেখা দিচ্ছে জলের সমস্যা। সে সাথে আবার ছড়াতে শুরু করেছে মেনিনজাইটিস (মস্তিষ্ক প্রদাহ)।

বাংলাদেশ সময় : ২১৪২ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।