ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সোমবার ভারতে পেট্রোল পাম্প বন্ধের ডাক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

কলকাতা: আগামী সোমবার ভারত জুড়ে বন্ধ থাকবে পেট্রোল পাম্প। ঘন ঘন পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদেই এই প্রতীকি ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন অব অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ট্রেডার্স ৷

সংগঠনটির রাজ্য শাখা ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে কলকাতার প্রেসক্লাবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করে, পেট্রোলের ঘন ঘন দাম বৃদ্ধির ফলে তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে৷ পেট্রোলের দাম নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে।

তাই এই প্রতীকি ধর্মঘট।

এদিন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনেরও হুমকি দিয়েছে তারা ৷

পাম্প মালিকরা অবিলম্বে অপূর্ব চন্দ্র কমিটির সুপারিশ রুপায়নসহ একগুচ্ছ দাবিতে সোমবার ধর্মঘটে সামিল হচ্ছেন।

অপূর্ব চন্দ্র কমিটি পেট্রোল ও ডিজেলে যথাক্রমে লিটার পিছু ৩৯ ও ১৭ পয়সা কমিশন দেওয়ার সুপারিশ করেছে।

বর্তমানে এই কমিশনের পেট্রোলে লিটার পিছু ২৭ ও ডিজেলে লিটারে ১৫ পয়সা কমিশন দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে যত্রতত্র পাম্প খোলার অনুমতি দেওয়ারও বিরোধিতা করা হয়েছে।

তাদের দাবি, গত ৮ বছরে পেট্রোল পাম্পের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এতে তাদের লাভের পরিমাণ কমছে।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।