ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার মহাকরণে আগুন নিয়ন্ত্রণে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারেরর সচিবালয় মহাকরণের চারতলায় শুক্রবার সকালে হঠাৎই আগুন লেগে যায়, যদিও  আগুন এখন নিয়ন্ত্রণে।

মহাকরণ সুত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে মহাকরণের চারতলায় তথ্য-সংস্কৃতি দফতরে ৷এতে আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যেও ৷

খবর পেয়ে ঘটনাস্থলে আসে, দমকলের ৪টি ইঞ্জিন৷ প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারে তারা ৷

দমকল সূত্রে জানা গিয়েছে, দফতরটির ফল্স সিলিং থেকে আগুন ছড়িয়েছে৷ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।