ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তর-পূর্ব ভারতজুড়ে তীব্র গ্যাস সংকট

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  উৎপাদনে বিভ্রাট। সিলিন্ডার গ্যাসের সমস্যায় ভুগছে গোটা উত্তর-পূর্ব ভারত।

কবে নাগাদ অবস্থা স্বাভাবিক হবে, কেউ বলতে পারছেন না।

আসামের রুমালিগড় এবং ডিব্রুগড়ে রয়েছে গ্যাস সিলিন্ডার বটলিং করার দুটো কেন্দ্র। সমগ্র উত্তর-পূর্ব ভারতের এলপিজি সিলিন্ডারের চাহিদার বিরাট অংশ পূরণ হয় এই দুটি কেন্দ্র থেকে উৎপাদনের মাধ্যমে।

তাছাড়া এই অঞ্চলের অন্য রাজ্যগুলোতেও ছোট ছোট কিছু বটলিং সেন্টার রয়েছে।

গত কিছু দিন ধরে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে আসামের রুমালিগড় এবং ডিব্রুগড় বটলিং সেন্টারে। কোনো সিলিন্ডারই ভর্তি করা যাচ্ছে না গ্যাস দিয়ে। উৎপাদন একদম শূন্যের ঘরে নেমে এসেছে বলে খবর পাওয়া গেছে।
যার কারণে গ্যাস সিলিন্ডারের তীব্র হাহাকার দেখা দিয়েছে সমগ্র উত্তর-পূর্বাঞ্চল জুড়ে।

ত্রিপুরায় প্রতি মাসে যে পরিমাণ গ্যাস সিলিণ্ডারের চাহিদা তার ৩০ শতাংশ পূরণ করা হয় আসামের রুমালিগড় এবং ডিব্রুগড় থেকে।

সমস্যা দেখা দিয়েছে ত্রিপুরা রাজ্যেও। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বৃহস্পতিবার গ্যাস সিলিন্ডারের দাবিতে রাজ্যের উত্তর জেলার কৈলাসহরে পাঁচ ঘণ্টা রাস্তা অবরোধ করেন সাধারণ মানুষ।

বাইরে থেকে ইঞ্জীনিয়ার এনে আসামের ওই দুটি সেন্টার মেরামত করার কাজ চলছে বলে জানা গেছে। কিন্তু প্ল্যান্ট ঠিক করা হলেও গ্যাসের চাহিদা মিটিয়ে পরিষেবা স্বাভাবিক করতে বেশ কিছু দিন সময় লাগবে বলে জানান কর্মকর্তারা।

বাংলাদেশ সময় : ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।