ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তরাইকে জিটিএ’র অন্তর্ভুক্ত করার প্রতিবাদে রোববার হরতাল

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

শিলিগুড়ি : প্রস্তাবিত গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রশনে (জিটিএ) অন্তর্ভুক্তির প্রতিবাদে ২২ এপ্রিল রোববার তরাই-ডুয়ার্সে হরতালের ডাক দিয়েছে আদিবাসী বিকাশ পরিষদসহ ২৬টি সংগঠনের জয়েন্ট অ্যাকশন কমিটি।

আবার ওই দিন জলাপাইগুড়ির নাগরাকাটায় জনসভার ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা ও বিকাশ পরিষদের জনবার্লা গোষ্ঠী।

সেই কর্মসূচিরই পাল্টা হিসাবে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে প্রস্তাবিত জিএটিএ বিরোধী ওই যৌথ মঞ্চ।

জিটিএতে তরাই ও ডুয়ার্সের মৌজা অন্তর্ভুক্তির বিরোধিতায় অনড় আদিবাসী বিকাশ পরিষদসহ ২৬টি সংগঠন। এ ইস্যুতে আন্দোলনের জন্য ওই সবক’টি সংগঠন মিলে তৈরি করেছে জয়েন্ট অ্যাকশন কমিটি। এবার জিটিএতে মৌজা অন্তর্ভুক্তির বিরোধিতা করে ২২ এপ্রিল হরতালের ডাক দিয়েছে ওই যৌথ মঞ্চ।

২২ এপ্রিলই নাগরাকাটায় জনসভার ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা ও জনবার্লা গোষ্ঠী। তরাই-ডুয়ার্সের ৩৯৬টি মৌজাকে জিটিএতে অন্তর্ভুক্ত করার দাবিতে প্রথম থেকেই সরব গোর্খা জনমুক্তি মোর্চা। এই ইস্যুতে তারা পাশে পেয়েছে আদিবাসী বিকাশ পরিষদের জনবার্লা গোষ্ঠীকে।

এবারে মোর্চা এবং বার্লা গোষ্ঠীর জনসভার দিনই পাল্টা দাবিতে  হরতাল ডেকেছে জয়েন্ট অ্যাকশন কমিটি। ফলে জিটিএ নিয়ে জটিলতার জেরে তরাই ডুয়ার্সে ফের অশান্তির আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময় : ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।