ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিংয়ে আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

শিলিগুড়ি : দার্জিলিং শহরের চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩৫টি দোকান ও বাড়ি। শুক্রবার দিবাগত রাত দুটোর পরে আগুন লাগে।



স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের চকবাজারের কাছে মহাত্মা গান্ধী রোডের পাশে আগুন লাগে। আগুন ক্রমশ আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ভারতীয় সেনাবাহিনীর একটিসহ দমকলের ৫টি গাড়ি এসে শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ৩৫টির বেশি দোকান ও বাড়ি ভস্মীভূত হয়। দমকলের কর্মীদের প্রাথমিক ধারণা, শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রায় ১ কোটি রুপি মূল্যের জিনিস পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা।

ঘটনাস্থল পরিদর্শন করতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বাংলাদেশ সময় : ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।