ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় সাব ইন্সপেক্টর নিহত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

নয়াদিল্লি : ভারতের কাশ্মীরের শ্রীনগরে জঙ্গি আক্রমণে নিহত হলেন রাজ্য পুলিশের এক সাব ইন্সপেক্টর৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে শ্রীনগরের সফাকদল এলাকায়।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় একটি থানায় হামলা চালায় জঙ্গিরা।



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুব কাছ থেকে পরপর ৩-৪টি গুলি করা হয় এসআই সুখপাল সিংহকে ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার পর পুরো সফাকদল এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ।

গোয়েন্দা সূত্রে খবর, থানায় হামলা চালানোর পর এ এলাকায় লুকিয়ে পড়েছে জঙ্গিরা৷ তারা যাতে পরে আর কোনও হামলা না করতে পারে, তার জন্য সতর্কতা গ্রহণ করা হয়েছে ।

শ্রীনগরের লালচকে এখন বাঙ্কার সরানোর কাজ চলছে৷ ফলে জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর কর্তারা সেখানে উপস্থিত রয়েছেন৷ কিন্তু আজকের আক্রমণের সঙ্গে বাঙ্কার সরানোর কোনও সম্পর্ক নেই বলে সেনাবাহিনীর সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।