ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা কংগ্রেসের নতুন সভাপতি সুদীপ রায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  ভারতের ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সভাপতি হলেন সুদীপ রায় বর্মণ।

শুক্রবার রাতে এ খবর জানা যায়।



সাবেক সভাপতি সুরজিত দত্তের জায়গায় নতুন সভাপতি হলেন রাজ্য কংগ্রেসের এ যুব নেতা। এতে স্বভাবতই খুশি কংগ্রেসের যুব ব্রিগেড।

সুদীপ রায় বর্মণ তিনবারের বিধায়ক। আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে তিনি ১৯৯৮ সাল থেকে জয়ী হয়ে আসছেন। সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় তিনি ইঞ্জিনীয়ার এবং আইনজীবী।

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রায় বর্মণের ছেলে সুদীপ রায় বর্মণ রাজনীতিতে প্রবেশ করেন বাবার হাত ধরেই।

সুদিপ রায় বর্মণ জানিয়েছেন, সভাপতি হিসেবে তার প্রথম লক্ষ্য হচ্ছে রাজ্য থেকে সিপিএমকে হটানো।

এদিকে দিল্লি থেকে সুদিপ বর্মণকে সভাপতি হিসেবে মনোনীত করায় অবাক রাজ্যের প্রায় সব রাজনৈতিক মহলই। কারণ কংগ্রেসের সভাপতির দৌড়ে তিনি ছিলেন প্রায় সবার পেছনে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২
তন্ময়
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।