ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সভা বা মিছিল করতে এবার লালবাজারের অনুমতি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২

কলকাতা: এবার থেকে কলকাতা শহরে কোন গণসংগঠনের সভা বা মিছিল করার আগে পুলিশের সদর দফতর লালবাজারের অনুমতি লাগবে। কলকাতা পুলিশ শনিবার এ বিষয়ে একটি নির্দেশ জারি করেছে।



আগে কলকাতার যে এলাকা থেকে মিছিল বা সভা বের হত সেই নির্দিষ্ট থানায় জানালেই হতো। এখন থেকে লালবাজারকেও জানাতে হবে। বিষয়টি খতিয়ে দেখার পরে লালবাজার অনুমতি দিলে মিছিল বা সভা করা যাবে।  

এর সাফাই হিসেবে লালবাজার কর্তৃপক্ষ জানিয়েছে, মাওবাদীদের সঙ্গে যোগ থাকার জন্যই এই নির্দেশ দেওয়া হল।

উল্লেখ্য, নোনাডাঙা ইস্যুতে মানবাধিকার কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল বার করে। হাজরা থেকে একটি মিছিল বার হওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয় এবং সব কর্মীকে লালবাজারে তুলে নিয়ে চলে যায়।

মানবাধিকার কর্মীরা গণতন্ত্রের ওপর এ ধরনের হস্তক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে। এদিনই ১২টি বামপন্থি ছাত্রযুব সংগঠন ৮টি দাবি নিয়ে মিছিল করে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।