ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তরাই-ডুয়ার্স সোমবার থেকে অনির্দিষ্টকালের হরতাল

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২

শিলিগুড়ি: আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের হরতালের ডাক দিল ‘জয়েন্ট অ্যাকশন কোর্ডিনেশন কমিটি’। জন বার্লা এ নির্দেশ দেন।

তার সঙ্গে ছিলেন রোশান গিরি। জন বার্লা জানান- সরকার তাদের সঙ্গে দ্বিচারিতা করছে।

তরাই-ডুয়ার্সের ৩৯৬টি মৌজা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্ভুক্ত করা নিয়ে দু’পক্ষের টানাপোড়েনের জেরে জনসভা ও হরতালের ডাক দিয়েছে গোষ্ঠী দুটি।

জুন মাসের মধ্যে বিচারক সৌমিত্র সেনের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি তরাই-ডুয়ার্সের মৌজা নিয়ে চূড়ান্ত রায় দেবে। তারপরে সেখানে নির্বাচন হওয়ার কথা।

আদিবাসী বিকাশ পরিষদের জন বার্লা গোষ্ঠীর ও গোর্খা জনমুক্তি মোর্চাকে নিয়ে গঠিত ‘জয়েন্ট অ্যাকশন কোর্ডিনেশন কমিটি’ রোববার নাগরাকাটায় জনসভার ডাক দিয়েছে।

এ সভায় বিমল গুরুং তার বক্তব্য রাখবেন বলেও জানান হয়েছে।

অন্যদিকে, এ জনসভাকে বানচাল করতে রোববার ১২ ঘণ্টা ডুয়ার্সে হরতালের ডাক দিয়েছে আদিবাসী বিকাশ পরিষদের বীরসা তিরকের নেতৃত্বাধীন ২৬টি সংগঠনের ‘যৌথ মঞ্চ’। এই দুয়ের টানাপোড়েনে তরাই-ডুয়ার্স রোববার উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে অনুমতি দেওয়া হয়নি। তাই জন বার্লা গোষ্ঠী সোমবার থেকে লাগাতার হরতালের ডাক দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২

আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।