ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টাইম পত্রিকার নৈশভোজে যাচ্ছেন না মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২
টাইম পত্রিকার নৈশভোজে যাচ্ছেন না মমতা

কলকাতা : টাইমস পত্রিকার এই মুহূর্তে বিশ্বের ১০০ সেরা প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পত্রিকাটি আয়োজিত নৈশভোজে অংশ নিতে যাচ্ছেন না।

আগামী ২৪ এপ্রিল এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে নৈশভোজে আমন্ত্রিত হয়েছেন মুখ্যমন্ত্রী।



তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেছেন, পশ্চিমবঙ্গে জরুরী কাজ থাকায় তিনি যাচ্ছেন না। ওই দিন জঙ্গলমহলের লালগড়ে উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করার কর্মসূচি আগে থেকেই ঠিক হয়ে আছে। তাই তিনি যেতে পারছেন না।

উল্লেখ্য, যুক্তরাষ্টের টাইমস পত্রিকার ওই তালিকায় মমতা ছাড়াও রয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্র সচিব হিলারি ক্লিনটন, ধনকুবের ওয়ারেন বাফেট প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২
আরডি,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।