ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গকে ভাতে মারার পরিকল্পনা করছে কেন্দ্র: মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২

কলকাতা : ঋণের ওপর সুদগ্রহণে ছাড় ও আর্থিক প্যাকেজ নিয়ে কেন্দ্র সরকারকে শনিবার ফের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

প্রশাসনিক স্তরে গতি ও ব্যবস্থাকে আরও সক্রিয় করতে টাউন হলে শনিবার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের (ডব্লউবিসিএস) আমলাদের সঙ্গে বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র রাজ্যকে ভাতে মারার পরিকল্পনা করছে। অবিলম্বে কেন্দ্র সাহায্য না দিলে সমস্যা তৈরি হবে। ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা দেন তিনি। ’

তিনি বলেন, ‘আগের সরকারের ঋণ বাবদ পশ্চিমবঙ্গের পাওনা থেকে কেন্দ্র প্রতি বছর প্রায় ২২ হাজার কোটি রুপি কেটে নিচ্ছে। এটা তিন বছরের জন্য স্থগিত রাখা এবং কেন্দ্রের কাছ থেকে বিশেষ আর্থিক প্যাকেজের জন্য প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীসহ বিভিন্ন জায়গায় আর্জি জানানো হয়েছে। ’

তিনি বলেন, ‘এর জন্য প্রায় ১ বছর অপেক্ষা করলেও কেন্দ্রীয় সরকারের সাহায্য মেলেনি। অনুন্নত এলাকার উন্নয়নের জন্য কেন্দ্রের কাছ থেকে বর্তমান সরকার যে অর্থ সাহায্য পেয়েছে তা অন্য বেশ কয়েকটি রাজ্য আগেই পেয়েছে। ’

এছাড়াও এদিন রাজ্যের বিডিওদের কাজের ভুয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ‘বিডিওদের কাজ প্রশংসারযোগ্য। রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে তারা বিশেষ ভূমিকা পালন করছেন। ’

তবে তিনি বলেন, ‘তদিন পর্যন্ত এই আমলাদের কাজের মূল্যায়ন হয়নি। সরকারি কাজের প্রচারের জন্য সরকারি টেলিভিশন ও কাগজের প্রয়োজন বলে তিনি জানান। বর্তমান সরকার ভালো কাজের জন্য ভালো পারফরমেন্সের ভিত্তিতে বিডিওদের পুরস্কৃত করবে। ’

প্রতি বছর বিডিও রত্ন দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি আমলাদের বেশকিছু দাবি-দাওয়া মেনে নেওয়ার কথা ঘোষণা করে। পদোন্নতির ক্ষেত্রেও এখন থেকে ডব্লউবিসিএস অফিসারদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

তাছাড়া নোডাল অফিসারদের ভাতা ২৫০ থেকে ১ হাজার রুপি করার প্রস্তাব দেন তিনি। তাছাড়া প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আমলাদের সমন্বয়ের উপরও জোর দেন মুখ্যমন্ত্রী।

আমলাদের সঙ্গে এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রীসভার সদস্য সুব্রত মুখার্জি, অমিত মিত্র, মনীষ গুপ্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২
আরডি/
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।