ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় অপহৃত বাংলাদেশি যুবক উদ্ধার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  অপহৃত এক বাংলাদেশি যুবককে উদ্ধার করেছে পুলিশ। মহম্মদ হানিফ নামক ওই বাংলাদেশি যুবককে অপহরণ করে এনেছিল কিছু দুষ্কৃতিকারী।

রোববার ওই যুবককে উদ্ধার করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, হানিফকে অহরণ করে এনে আটক করে রাখা হয়েছিল রাজ্যের বিলোনিয়া মহাকুমার তৃষ্ণা অভয়ারণ্যের কাছে একটি জায়গায়। স্থানীয় জনগণ, পুলিশ এবং বিএসএফ জওয়ানরা মিলে তাকে উদ্ধার করেন।

জানা গেছে, ১৬ এপ্রিল হানিফকে অপহরণ করা হয়েছিল কুমিল্লা চৌদ্দগ্রামের কাছ থেকে। মুক্তিপণের জন্যই তাকে অপহরণ করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

সীমান্তের লোকজনের কাছ থেকে এ অপহরণের খবর পায় পুলিশ। সে খবরের ভিত্তিতেই পুলিশ ব্যাপক তল্লাশি চালায়। এতে সহায়তা করেন স্থানীয় জনগণ এবং বিএসএফ জওয়ানরা।

প্রথমে হানিফকে খুঁজে পায়নি পুলিশ। তার হাত পা বেঁধে দিনের বেলায় জঙ্গলে নিয়ে রেখে দিত অপহরণকারীরা। রাতের বেলায় তৃষ্ণা এলাকার জনৈক জন্টুর আলির বাড়িতে নিয়ে রাখা হতো তাকে।

শনিবার ল্যাট্রিনে যাবার কথা বললে, হানিফের হাত পা খুলে দেয় দুষ্কৃতিরা। তখন প্রাণের ঝুঁকি নিয়ে পালিয়ে আসেন হানিফ। তার পেছনেও ধাওয়া করে দুষ্কৃতিরা।

হানিফ পালিয়ে এসে গ্রামের মানুষের কাছে সাহায্য চান। গ্রামবাসীরা তাকে আগলে রাখেন। পেছন পেছন আসা দুষ্কৃতিরা গ্রামবাসীদের দেখে পালিয়ে যায়।

এরপর গ্রামের মানুষ হানিফকে তুলে দেন পুলিশের হাতে। সেখান থেকে বিএসএফের সহায়তায় হানিফকে তুলে দেওয়া হয় বিজিবির কাছে।

তৃষ্ণা এলাকাটি রাজ্যের বিলোনিয়া মহাকুমা এলাকায়। একদম বাংলাদেশ সীমান্তঘেঁষা।

বাংলাদেশ সময় : ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।