ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৩০ মাসের মধ্যেই জোকা-ধর্মতলা মেট্রোর কাজ শেষ : রেলমন্ত্রী

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২

কলকাতা: আগামী ৩০ মাসের মধ্যে জোকা-বিবাদি বাগ (ধর্মতলা) মেট্রো রেলের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করলেন রেলমন্ত্রী মুকুল রায়।

সোমবার জোকায় মেট্রো রেলের অনুষ্ঠানে এসে রেলমন্ত্রী বলেন, প্রাথমিক ভাবে জোকা থেকে মঝেরহাট পর্যন্ত মেট্রো চালু করা হবে।



তিনি বলেন, বরাহনগর থেকে দক্ষিণেশ্বর, নিউ গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট, বরাহনগর থেকে ব্যারাকপুর সহ বেশ কয়েকটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। নতুন প্রকল্পের পাশাপাশি তিনি রেলের সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে টিপিডব্লুএস (ট্রেন প্রোটেক্শন ওয়ার্নিং সিসটেম) চালু করার কথা ঘোষণা করেন।

এদিন তিনি আরো বলেন, কলকাতা মেট্রোতে নতুন স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থায় এবার থেকে ৪ মিনিট অন্তর মেট্রো চলবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘন্টা, এপ্রিল ২৩, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।