ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন

আলোচনায় কালাম, প্রণব, গোপালকৃষ্ণ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
আলোচনায় কালাম, প্রণব, গোপালকৃষ্ণ

নয়াদিল্লি: ভারতের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে বিভিন্ন প্রার্থীর নাম আলোচনায় উঠে আসছে। এনিয়ে এখন সাউথব্লকে জল্পনা তুঙ্গে।



সাবেক রাষ্ট্রপতি বিজ্ঞানী এপিজে আবদুল কালামকে প্রার্থী করতে চাইছে মুলায়ম সিং যাদবের দল সমাজবাদী পার্টি। এই দাবি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বর্তমানে উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ কিরণময় নন্দ।

একটি সূত্র জানাচ্ছে, ভারতের রাষ্ট্রপতি পদে তৃনমূলের পছন্দ পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে।

এদিকে, রাষ্টের সর্বোচ্চ এই পদে বর্তমান অর্থমন্ত্রী প্রণব মুখার্জি অথবা করণ সিংকে মনোনয়নের প্রস্তাব নিয়ে কংগ্রেসের অভ্যন্তরে জল্পনা চলছে। কিন্তু কংগ্রেসের এই প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে ইউপিএ-২ সরকারের সমর্থক সমাজবাদী পার্টি।

যদিও প্রধান বিরোধী দল বিজেপি এই প্রস্তাবে সহমত প্রকাশ করেছ। এর ফলে, এবার একাধিক প্রার্থী এবার রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে পারেন। তাই কোনোভাবেই এবার সর্বসম্মতি ক্রমে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন না।

উল্লেখ্য, ২০০৭ এর ১৯ জুলাই ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন প্রতিভা সিং পাতিল। তিনি তার প্রতিদ্বন্দ্বী বিজেপির ভৈরোঁ সিং শেখাওয়াতকে ৩ লাখেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন।

তিনি ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি। তাকে আর মনোনয়ন দিচ্ছে না কংগ্রেস। তাই চলছে বিকল্পের সন্ধান।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২

আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।