ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিডি কেলেঙ্কারির জেরে পদত্যাগ করলেন কংগ্রেস মুখপাত্র

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২

নয়াদিল্লি: সিডি কেলেঙ্কারির জেরে অবশেষে কংগ্রেস মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন অভিষেক মনু সিংভি। সংসদের আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি।



অভিষেক মনু সিংভিকে জড়িয়ে একটি সিডি নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় কেন্দ্রীয় রাজনীতিতে। ওই সিডিতে নিজের চেম্বারে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কংগ্রেস নির্লিপ্ত থাকার চেষ্টা করলেও মনু সিংভির বিবৃতি দাবি করেছে বিজেপি।

তবে মনু সিংভির অভিযোগ, সিডিটি আসল নয়, বিকৃত করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকে তার গাড়িচালক এ কাজ করেছে এমন দাবি করছেন তিনি।

এ প্রসঙ্গে কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদীর বক্তব্য, বিতর্ক মাথাচাড়া দেওয়ায় ইস্তফা দিয়ে ঠিক কাজই করেছেন অভিষেক মনু সিংভি।

কিন্তু বিরোধী দল বিজেপি বলছে, সমস্যা ব্যক্তিগত নয়, বরং গুরুতর। সে কারণেই ইস্তফার কারণ ব্যাখ্যা করতে মনু সিংভিকে।

এদিকে মঙ্গলবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। তার আগে অভিষেক মনু সিংভিকে ঘিরে এই বিতর্ক এবং তার ইস্তফা কংগ্রেসের মধ্যে অস্বস্তি বাড়ালো তাতে সন্দেহ নেই।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
আরডি
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।