ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সংবাদ মাধ্যমে বক্তব্য বিকৃত করা হচ্ছে: অভিযোগ মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২

কলকাতা: সংবাদ মাধ্যম তার বক্তব্য বিকৃত করে পরিবেশন করছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার অভিযোগ, কিছু সংবাদমাধ্যম ‘ইচ্ছাকৃত’ ভাবে তার বক্তব্য বিকৃত করছে।

তাই এবার থেকে নিজের বক্তব্য সরকারি তরফে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বলেছেন, ‘এবার থেকে সরকারি তরফে আমার বক্তব্য রেকর্ড করে রাখা হবে। কারণ, কিছু সংবাদমাধ্যম আমার বক্তব্য বিকৃত করছে। যার কারণে আমাকে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয়েছে। ’

উল্লেখ্য, গত শনিবার কলকাতার টাউন হলে ডব্লিউবিসিএস (একজিকিউটিভ) অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে মমতা বলেছিলেন, ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রের কাছে ৩ বছরের সুদ মওকুফের জন্য আর্জি জানিয়ে আসছেন তিনি। কিন্তু এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি। এ সময় ১৫ দিনের আলটিমেটামও দেন তিনি। আর এ সময়ের মধ্যে দাবি না মানলে আগামী দিনে এটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ার করে দেন।

সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশের পর সোমবার মমতা জোর দিয়ে বলেছেন, ঋণে ছাড় দেওয়া নিয়ে কেন্দ্রকে তিনি কখনোই হুঁশিয়ারি দেননি।

কংগ্রেস অবশ্য ঋণ মওকুফের বিষয়টিতে খুব বেশি একটা গুরত্ব দিচ্ছে না। এ প্রসঙ্গে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল বলেছেন, ‘মমতা ব্যানার্জি জোটের বড় শরিক। জোট সঙ্গীই থাকছেন তিনি। জোটের রাজনীতিতে এমন হতেই পারে। আমি নিশ্চিত বিষয়টি জোট শরিকে কোনো বাঁধা হয়ে দাঁড়াবে না। ’
 
বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, এপ্রিল ২৪,  ২০১২
আরডি
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।