ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শুরু হয়েছে ভারতের সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২

নয়াদিল্লি: ভারতের সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে মঙ্গলবার।

উড়িশা, ছত্তিসগড়ে মাওবাদী সন্ত্রাস, অভিষেক মনু সিংভির বিতর্কিত সিডি থেকে শুরু করে আর্থিক সংস্কারের মতো বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে অধিবেশন।



বাজেট অধিবেশনের রণকৌশল ঠিক করতে সোমবার রাতে নিজেদের মধ্যে বৈঠক করেন বিজেপি ও সিপিএম নেতারা। পেনশন, ব্যাংক, বিমাক্ষেত্রে সরকারের সংস্কার কর্মসূচির বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া।

একদিকে বিরোধীদের সামাল দেওয়া অন্যদিকে শরিকদের অসন্তোষ দূর করার পরিস্থিতিতে বাজেট অধিবেশনের আগে স্বস্তিতে নেই কেন্দ্র।

আর্থিক সংস্কার কর্মসূচির অঙ্গ হিসাবে ব্যাংক, বিমা ও পেনশন বিল পাশ করাতে চাইলেও একার জোরে তা করার ক্ষমতা নেই কংগ্রেসের। শরিকরাও সবক্ষেত্রে সরকারের পাশে নেই।

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কপালে চিন্তার ভাঁজ বাড়লেও ৮ মের মধ্যে বাজেট প্রস্তাব ও অর্থ বিল পাশ করানো সম্ভব হবে বলে কেন্দ্রের তরফে আশা প্রকাশ করা হয়েছে।

ইউপিএ জোটের কাছে গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে অভিষেক মনু সিংভির বিতর্কিত সিডি কাণ্ড। এই পরিস্থিতিতে সরকারকে চেপে ধরতে তৈরি বাম-বিজেপিসহ বিরোধীরা।

বিভিন্ন ইস্যুতে অ-কংগ্রেসি দলগুলির সঙ্গে তারা ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া।
 
সিপিএমের পাশাপাশি দিল্লিতে লালকৃষ্ণ আদভানির বাড়িতে বৈঠকে বসেন বিজেপি সাংসদরা। বৈঠকে স্থির হয়, সরকারকে চেপে ধরতে আর্থিক সংস্কার, মাওবাদী সন্ত্রাস ও প্রতিরক্ষা নিয়ে সংসদে আলোচনার দাবি জানাবেন তারা। বিরোধিতা করবেন বিভিন্ন বিলের।

এদিকে রাজ্যের ঋণের ওপর সুদ নেওয়া ৩ বছর স্থগিত রাখার জন্য কেন্দ্রের ওপর চাপ আরও বাড়াচ্ছে তৃণমূল। বাজেট অধিবেশনের দ্বিতীয় দফার শুরু থেকেই এ নিয়ে সংসদে সরব হতে চলেছেন তৃণমূল সাংসদরা ৷

সুদ ৩ বছরের জন্য মুওকুফের দাবি মনমোহন সিংহ সরকার বিবেচনা করছে কি না, সংসদে তা জানানোর জন্য অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে অনুরোধ করেছেন দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়৷

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।