ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

থানা চত্ত্বরেই ধর্ষিতা গৃহবধূ : অভিযুক্ত ওসি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২

কলকাতা : থানা চত্ত্বরের মধ্যেই এবার ধর্ষণের অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে । অভিযুক্ত হুগলির ভদ্রেশ্বর থানার ওসি মিঠুন বন্দ্যোপাধ্যায় ।

ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে ।

অভিযোগকারিণীর দাবি, সোমবার দুপুরে ভদ্রেশ্বর থানার ওসি তাকে থানায় ডেকে পাঠান ।   দু’দিন আগেই একটি মামলায় জামিন পাওয়া তার স্বামীকে অন্য মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে থানা চত্ত্বরেই কোর্য়াটারে তাকে ধর্ষণ করেন ওসি ।

বিষয়টি তার পরিবারের কাউকে না জানানোরও হুমকি দেওয়া হয় বলে দাবি অভিযোগকারিণীর । ওই মহিলা বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানান ।

ওই দিন রাতে চন্দননগর মহাকুমা হাসাপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ।   একটি মানবাধিকার সংগঠনের কাছ থেকে এ ব্যাপারে অভিযোগ পেয়ে হাসপাতালে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, চন্দননগরের এসডিপিও এবং ওসি ।  

সেখানে ওই মহিলা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । এরপরই অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট করানো হয় ।

বাংলাদেশ সময় : ১২২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।