ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

একাধিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে জঙ্গলমহলের লালগড়ে মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
একাধিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে জঙ্গলমহলের লালগড়ে মমতা

কলকাতা: রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে জঙ্গলমহল সফরে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার সকাল ১০টায় মেদিনীপুর সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক হওয়ার কথা।

বৈঠকে উপস্থিত থাকবেন জেলার আধিকারিক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা।

এরপর বেলা ১২টা নাগাদ লালগড়ের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। সেখানে একটি সরকারি অনুষ্ঠানে কৃষকদের ক্রেডিট কার্ড বিতরণ, পাট্টা বিলি করা হবে। বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস করবেন তিনি।

এর মধ্যে রয়েছে বিনপুরে একটি স্কুলের হোস্টেলের শিলান্যাস, ডেবরায় হাসপাতালের শিলান্যাস। মঙ্গলবারই কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর।

লালগড়ে সরকারি অনুষ্ঠানে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় রেল প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন তিনি কেন্দ্রের কাছে এই প্রস্তাব দিলেও যোজনা কমিশন অনুমতি না দেওয়ায় তা নাকচ হয়ে যায়।

সম্প্রতি রাজ্যের জন্য যোজনা বরাদ্দ নিয়ে আলোচনায় কমিশনের কাছে মুখ্যমন্ত্রী হিসাবে ফের এই প্রস্তাব জমা দেন তিনি।

এবার যোজনা কমিশন সবুজ সঙ্কেত দিয়েছে বলে সূত্রের খবর। লালগড়সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় রেল পরিষেবা চালুর দাবি দীর্ঘদিনের। মাওবাদী অধ্যুষিত পিছিয়ে পড়া এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্যও রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

এর আগে মমতা ব্যানার্জি লালগড়ে রেল স্টেশনের উদ্বোধন করলেও জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় এই প্রথম রেল যোগাযোগ গড়ে উঠতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।