ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় জাল টাকাসহ ৪ জন গ্রেফতার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  জাল টাকাসহ পুলিশের জালে ধরা পড়েছে চার জন।

সোমবার রাতে পুলিশ দক্ষিণ ত্রিপুরার মনুবাজার থেকে চার জনকে গ্রেপ্তার করে।

তাদের কাছে বেশ কিছু জাল টাকা পাওয়া যায়।

উদ্ধার হওয়া জাল টাকার পরিমাণ ১১ হাজার টাকার বেশি।

ধৃতরা হল, বুধিজয় ত্রিপুরা, পূর্ণমোহন ত্রিপুরা, সহদেব মজুমদার এবং চর্মজয় ত্রিপুরা।

ওই চার ব্যক্তি একটি ট্রাকে করে আগরতলা থেকে দক্ষিণ ত্রিপুরার দিকে যাচ্ছিল। পুলিশ গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করে।

ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় জাল টাকা।

পুলিশের বক্তব্য, ধৃতদের কাছে আরও এরকম জাল টাকা আছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এমন তথ্যই পেয়েছে পুলিশ। এখন তা উদ্ধারের চেষ্টা করছে।    

বাংলাদেশ সময় : ১৩০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।