ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডুয়ার্সের হরতালের দ্বিতীয় দিনে অশান্তি; গ্রেফতার ৭

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২

শিলিগুড়ি: আদিবাসী বিকাশ পরিষদের জন বার্লা গোষ্ঠী ও জনমুক্তি মোর্চার ডাকা অনিদির্ষ্টকালের হরতালের দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

এদিন ওদলাবাড়ি ও বাগরাকোটে ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকেরা।

এরপরে স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে চুরাপানিতে মোর্চার অফিসে আগুন ধরিয়ে দেয়। এলাকায় ১৪৪ ধারা জারি থাকলেও সেখানে এই ঘটনা ঘটেছে। প্রশাসনিক গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় মানুষের অভিযোগ।

এদিন সকালে মালবাজার, ওদলাবাড়ি ও চালসায় দোকান খুলেছে। কিন্তু হরতাল সমর্থকেরা মালবাজারে একটি মালবোঝাই লরি এলে তাতে ভাঙচুর করে। পরে পুলিশ এসে তাদের সামাল দেয়।

জয়গাঁ এলাকায় ৭ জন বনধ সমর্থককারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৪ জনই জন বার্লা গোষ্ঠীর সমর্থক। এদিন নাগরাকাটার পুনিয়া এলাকায় শতাধিক হরতাল সমর্থক জড় হয়। পরে পুলিশ তাদের আটক করেন।

ডুয়ার্সের ৭টি থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বানারহাট, ওদলাবাড়ি, বিন্নাগুড়ি, বীরপাড়া, মালবাজার, মাদারিহাট ও কালচিনি। র‌্যাফ নামানো হয়েছে কোথাও কোথাও।

বিনারহাটের চিত্রটা আলাদা। গতকাল সেখানে ২০-২৫টি দোকানে অগুন লাগানো হয়। ব্যবসায়ীরা এদিন কালাদিবসের ডাক দিয়েছে। তাদের আরও দাবি জন বার্লাকে গ্রেফতার করা হোক।

এদিকে, তরাই-ডুয়ার্সে ৪৮ ঘণ্টার জন্য হরতাল প্রত্যাহার করল মোর্চা ও জন বার্লা গোষ্ঠী ৷তবে কাল বুধবার এবং পরশু বৃহস্পতিবারের মধ্যে সরকার তাদের সঙ্গে কথা না বললে ২৭ এপ্রিল থেকে ফের তারা লাগতার হরতালেরও হুমকি দিয়েছে তারা।

মঙ্গলবার বিকেলে জয়গাঁয় বিমল গুরুং ও জন বার্লারা বৈঠকে বসেন ৷ ওই বৈঠকে তারা ৪৮ ঘণ্টার জন্য হরতালের শিথিল রাখার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, হরতালের সমর্থনে এদিন মিছিল হয় পাহাড়েও ৷দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, মিরিক, সোনাদায় মিছিল করেন মোর্চা সমর্থকরা ৷মিছিলে পা মেলান মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি৷তরাই-ডুয়ার্সে হরতাল চলায় পাহাড়ের গাড়িগুলিকে সমতলে না নামার হুঁশিয়ারি দিয়েছে মোর্চা ৷  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
আরডি/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।