ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বুধবার ভারত যাচ্ছেন বান কি মুন

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
বুধবার ভারত যাচ্ছেন বান কি মুন

নয়াদিল্লি : ভারত সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। জাতিসংঘের তরফে একথা জানানো হয়েছে।



জাতিসংঘের মুখপাত্র এডুয়ার্ডো ডেল বে জানিয়েছেন, বুধবার ভারত সফরে যাবেন বান কি মুন। প্রথমে তিনি যাবেন দিল্লি। সেখানে বর্তমান বিশ্বের আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবেন।

এছাড়া একটি সম্মান গ্রহণ করতে তিনি জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন।

দিল্লির পর মুম্বাই যাবেন বান কি মুন। সেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে একটি বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহিলা ও শিশু কল্যাণ কর্মসূচিতে সাহায্যের জন্য বান কি মুন মুম্বাইয়ে কয়েকজন শিল্পপতি ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন এডুয়ার্ডো।

জাতিসংঘের অষ্টম আন্তর্জাতিক উন্নয়ন কর্মসূচি উপলক্ষ্যে কয়েকটি আইনজীবী সংগঠনের প্রতিনিধিদের আয়োজিত একটি অনুষ্ঠানে বান কি মুন যোগ দেবেন বলেও জাতিসংঘের তরফে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২

আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।