ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় একটি আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরার একটি বিধানসভা আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আগামী ১২ জুন নলছড় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সিপিএমের বিধায়ক সুকুমার বর্মণর মৃত্যুতে খালি হয় এই আসনটি। ১৫ জুন হবে উপনির্বাচনের ভোট গণনা।

গত ১০ মার্চ মারা যান বিধায়ক সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুকুমার বর্মণ।

১২ জুন ত্রিপুরার একটি আসনের সঙ্গে সারা দেশের মোট ২৬ টি বিধানসভা কেন্দ্রে এবং একটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে।

এদিকে, ২০১৩ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রধান দু’টি রাজনৈতিক দল কংগ্রেস এবং সিপিএম এ উপনির্বাচনকে দেখছে এসিড টেস্টের মতো।

নলছড়ের যে আসনটিতে উপনির্বাচন হবে সেটি সিপিএমের দুর্গ বলে পরিচিত। ১৯৭৭ সাল থেকে এ আসনে কোনোদিন হারেনি সিপিএম। যদিও উপনির্বাচনকে হালকাভাবে নিচ্ছে না তারা। মঙ্গলবার রাতে নির্বাচন ঘোষণার পর বুধবার সকাল থেকেই তারা প্রচারে নেমে পড়েছে।

বাংলাদেশ সময় : ১৯২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।