ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রশিক্ষণ বিমান ও পাইলট অক্ষত জানালো ভারতীয় বায়ুসেনা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
প্রশিক্ষণ বিমান ও পাইলট অক্ষত জানালো ভারতীয় বায়ুসেনা

কলকাতা: খারাপ আবহাওয়ার কারণে মুর্শিদাবাদের সালারের একটি মাঠে জরুরি অবতরণে বাধ্য হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বুধবার রাতে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি ও এর পাইলট অক্ষত আছেন।



স্থানীয় সূত্রে জানা গেছে, চীনে তৈরি এ দুই আসনের বিমানটিকে ঘিরে এদিন প্রবল চাঞ্চল্য তৈরি হয় সালারে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বিমানটি জরুরি অবতরণ করে। প্রথমে বিমানচালক বা তার সহকারীর খোঁজ না মেলায় তৎপর হয়ে ওঠে পুলিশ।

বাংলাদেশ সীমান্তের ওপারে প্রহরারত বিএসএফকেও সতর্ক করা হয়। অবশেষে কয়েক ঘণ্টা পর চালকের সন্ধান মেলে।

অবশ্য এর আগেই বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, যশোরের মতিউর রহমান বিমানঘাঁটি থেকে বিকেল সাড়ে ৪টা নাগাদ শিক্ষার্থী পাইলট রাশেদ চীনে তৈরি পিটি-০৬ বিমানটি নিয়ে উড়েছিলেন।

ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির খোঁজে বাংলাদেশ বিমানবাহিনীর ৩টি বিমান রওনা হয়।

পরে ভারতীয় কর্তৃপক্ষের সূত্রে বিমানটির খোঁজ মেলার খবর পাওয়ায় তাদের ফিরিয়ে আনা হয়। বিমানের শিক্ষার্থী পাইলট রাশেদের সন্ধান পাওয়ার পর তাকে সালার থানায় নিয়ে আসা হয়। মুশির্দাবাদের জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর সালার থানায় যান। সেখানে তিনি পাইলট রাশেদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।