ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাসপোর্ট সমস্যায় ত্রিপুরার হজ যাত্রীরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  পাসপোর্টের কারনে সমস্যায় পড়েছেন হজ যাত্রীরা। হজ জাত্রীদের জন্য আন্তর্জাতিক পাসপোর্ট করার দায়িত্ব কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে বেসরকারি সংস্থার হাতে।

ওই সংস্থার তাল বাহানার কারনে রাজ্যের শতাধিক হজ যাত্রী এবার হজে যেতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যান্যবার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হজ যাত্রীদের জন্য অন্তর্জাতিক পাসপোর্ট বানিয়ে দিত। এ বছর কেন্দ্রীয় সরকার এ পাসপোর্ট বানানোর দায়িত্ব তুলে দিয়েছে টাটা কনসালটেন্সি নামে একটি বেসরকারি সংস্থার হাতে।

ওই সংস্থা কলকাতা এবং গৌহাটিতে তাদের অফিস খুলেছে। কিন্তু তাদের নিয়মের বেড়াজালে আটকে বেশিরভাগ আবেদনকারী এবার আর পাসপোর্ট পাননি।

এবার নতুন করে মাত্র ৩৫ জন পাসপোর্ট পেয়েছেন। এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে হজ যাত্রীদের মধ্যে। তারা পাসপোর্টের আবেদনের মেয়াদ আরও বাড়ানোর দাবি করেছেন।

বাংলাদেশ সময় : ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২

তন্ময়, সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।