ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ২৩ ঘণ্টা অবরুদ্ধ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২

কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, ফ্যাকালটি মেম্বার ও শিক্ষাকর্মীদের বুধবার থেকে সেক্টর ফাইভ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীরা ঘেরাও করে রাখে। বুধবার বিকেল ৩টা থেকে এই ঘেরাও শুরু হয়।

বৃহস্পতিবার দুপুর ২টায় এই ঘেরাও ওঠে যায়।

রাজারহাটে কলেজের কাজ শুরু না করায় ছাত্ররা ক্ষোভ প্রকাশ করে। এছাড়া আরো বিভিন্ন দাবি দাওয়া রয়েছে তাদের।

বুধবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ বডির একটি বৈঠক ছিল। সেখানে এডুকেশন কাউন্সিলের সদস্য, মাইনরিটি কমিশনের প্রতিনিধি ও ছাত্রদের প্রতিনিধিরাও উপস্থিত ছিল।

বৈঠকে শেষে ছাত্ররা উত্তেজিত হয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে ঘেরাও শুরু করে। তারা বিদ্যুতের লাইন কেটে দেয়, জল বন্ধ করে দেয়। সত্তরের কাছাকাছি বয়সের উপাচার্য ও অন্যান্য শিক্ষার্থীদের আটকে রাখে ছাত্ররা। এতে তাদের খাওয়া দাওয়ার অসুবিধা হয় বলে জানান ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনোয়ার হোসেন।

তিনি জানান, ছাত্ররা তাদের আটকে রেখে বাইরে ক্রিকেট খেলে।

তিনি আরও বলেন, ‘ছাত্রদের দাবি-দাওয়ার ব্যাপারে তারা মাদ্রাসা দফতরের সঙ্গেও যোগাযোগ করেছেন। ২৭ বছর তার অধ্যক্ষ জীবনে এমন ঘটনা কখনও দেখেন নি। ’

ঘটনাটি কলকাতার বিভিন্ন টিভি চ্যানেলে দেখানোর পরে নড়েচড়ে বসে প্রশাসন। বিশাল পুলিশবাহিনী গিয়ে উপাচার্যসহ অন্যান্য শিক্ষকদের উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।