ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জুনে পশ্চিমবঙ্গে ২ বিধানসভাসহ ৬ পৌরসভা নির্বাচন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২

কলকাতা : রাজ্যে ৬টি পৌরসভার নির্বাচন হবে আগামী ১৩ জুন। এর পাশাপাশি বিধানসভার দুটি আসনে ভোট হবে ১২ জুন।



রাজ্য নির্বাচন কমিশন স‍ূত্র বৃহস্পতিবার জানিয়েছে, এ পৌরসভা হল দুর্গাপুর, হলদিয়া, নলহাটি, পাশকুড়া, ধুপগুড়ি ও কুপার্সক্যাম্প মডিফায়েড এরিয়া। ৭ মে নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ। ৯ মে বাছাই।

এছাড়া বিধানসভার দুটি আসনে ভোট হবে ১২ জুন। ওই আসনগুলি হল- পশ্চিম মেদিনীপুরের দাশপুর ও বাঁকুড়া। ১৮ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২৫ মে বাছাই।

 উল্লেখ্য, বাকুঁড়া আসনটি শূন্য হয় তৃণমূলের বিধায়ক কাশীনাথ মিশ্রের মৃত্যুতে। দাশপুর আসনটি শূন্য হয় তৃণমূলের বিধায়ক অজিত ভুঁইয়ার মৃত্যুতে।

বাংলাদেশ সময় : ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
আরডি,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।