ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় সংসদে সদস্য হচ্ছেন শচীন!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
ভারতীয় সংসদে সদস্য হচ্ছেন শচীন!

নয়াদিল্লি: ‘ভারতরত্ন’ উপাধির মুকুট মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের মাথায় এবছর উঠবে কি না সে বিষয়ে এখনও সহমত নয় কেন্দ্র। তবে একটা ব্যাপার প্রায় নিশ্চিত--সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই রাজ্যসভার সদস্য হতে চলেছেন শচীন।



কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, পার্লামেন্টের উচ্চকক্ষে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন শচীন। কংগ্রেসের একটি অংশ শচীনের নাম প্রস্তাব করতে চলেছে বলে খবর। এরই মধ্যেই শচীনকে রাজ্যসভার সদস্য করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ১০ জনপথ রোডের বাসভবনে সস্ত্রীক দেখা করতে যান শচীন। প্রায় আধ ঘণ্টা সোনিয়ার বাসভবনে ছিলেন তিনি।

একান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার হলেও রাজনৈতিক মহলের মতে, শচীনের সাংসদ পদ নিয়েই কংগ্রেস সভানেত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

জানা গেছে, এদিন শচীনের সঙ্গে ছিলেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। তেমনি সোনিয়ার বাসভবনে কংগ্রেসের বেশ ক`জন শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন। তবে এখনই রাজ্যসভার সাংসদ হতে শচীন আগ্রহী কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।