ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের রাজ্যসভার সাংসদ শচীন, সম্মতি রাষ্ট্রপতির

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
ভারতের রাজ্যসভার সাংসদ শচীন, সম্মতি রাষ্ট্রপতির

নয়াদিল্লি : ক্রিকেট ময়দানের পাশাপাশি এবার রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করতে চলেছেন শচীন টেন্ডুলকার। এ মাস্টার ব্লাস্টারকে রাজ্যসভার সদস্য করার বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।



বুধবার শচীনকে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হওয়ার জন্য প্রস্তাব দেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে এ চিঠি যায় রাষ্ট্রপতির কাছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করেন শচীন।

রাজ্যসভার মনোনীত সদস্য পদে শচীন ছাড়াও বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা ও শিল্পপতি অনু আগার নাম সুপারিশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার মধ্যে রেখা ও শিল্পপতি অনু আগাকে সংসদের উচ্চকক্ষের মনোনীত সদস্য করার ব্যাপারে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।

ভারতের সংবিধান অনুয়ায়ী মোট ১২ জনকে রাজ্যসভায় মনোনীত সদস্য করতে পারেন রাষ্ট্রপতি।

এদিকে, শচীনকে রাজ্যসভার সদস্য মনোনীত করা নিয়ে দিল্লিতে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের সাংসদরা।

বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘যদি শচীন রাজ্যসভার সদস্য মনোনীত হন, তাহলে আশা করবো, সংসদে তিনি পর্যাপ্ত সময় দেবেন। ’

কংগ্রেস সাংসদ রেনুকা চৌধুরী বলেন, ‘শচীন রাজ্যসভার সদস্য হলে খুবই ভালো হবে। আমরা গুগলি ছাড়বো। তিনি ব্যাট করবেন। ’

ভাবী সাংসদ শচীনকে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। বিসিসিআই’র মুখ্য প্রশাসক রত্নাকর শেঠি বলেন, শচীন ভারতের উজ্জ্বল নক্ষত্র। তিনি এ পদ পাওয়ার যোগ্য।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ দশ জনপথে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সস্ত্রীক দেখা করতে যান মাস্টারব্লাস্টার। শততম সেঞ্চুরির জন্য অভ্যর্থনা জানাতেই শচীনকে আমন্ত্রণ করেছিলেন সোনিয়া। ওই সৌজন্য সাক্ষাতের পরই  শচীনকে  সাংসদ হওয়ার প্রস্তাব দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
আরডি / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।