ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় হিলারি সাক্ষাৎ করবেন মমতার সঙ্গে

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
কলকাতায় হিলারি সাক্ষাৎ করবেন মমতার সঙ্গে

নয়াদিল্লি : আগামী ৭ ও ৮ মে ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ সফরে কলকাতায় এসে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে।



প্রাথমিকভাবে মে মাসের প্রথম সপ্তাহে হিলারির বেইজিংয়ে যাওয়ার কথা থাকলেও ভারত সফরের পরিকল্পনা ছিল না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সূত্রে জানা গেছে, হঠাৎই কর্মসূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। ৫ থেকে ৮ মের মধ্যে ভারত ও বাংলাদেশে সফর করবেন মার্কিন বিদেশসচিব। ভারতে থাকবেন ৭ ও ৮ মে।

আগামী ১৩ জুন ওয়াশিংটনে পঞ্চম দফার ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। তারই প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এ সফরকে। সফরে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে আলোচনায় বসবেন হিলারি ক্লিনটন।  

নয়াদিল্লির পাশাপাশি কলকাতাতেও আসবেন তিনি। সৌজন্য সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। এর আগে হিলারি সর্বশেষ কলকাতায় এসেছিলেন ১৯৯৭ সালে যুক্তরাষ্টের ফার্স্টলেডি থাকার সময়।

বাংলাদেশ সময় : ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
আরডি / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।