ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় জওয়ানের গুলিতে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  এক রাইফেলম্যানের গুলিতে প্রাণ হারাল একই পরিবারের পাঁচ জন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ত্রিপুরার লংতরাইভ্যালিতে।



লংতরাইভ্যালির ধুমাছড়া একটি উপজাতি এলাকা। সেখানেই শুক্রবার রাত দশটা নাগাদ এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রাইফেলম্যানের নাম বিজয় রিয়াং। তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিজয় রিয়াং প্রায় ১০ বছর আগে ঐ এলাকার একটি মেয়েকে বিয়ে করে। বর্তমানে সেই স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এর মধ্যেই সে আরেকটি বিয়ে করে ফেলে।

তার দ্বিতীয় বিয়ে করা নিয়ে পরিবারে ঝামেলা শুরু হয়। কারণ সে দ্বিতীয় যে মেয়েটিকে বিয়ে করে সে প্রথম স্ত্রীর খুরতুত বোন।

শুক্রবার রাতে সে তার ব্যবহৃত রাইফেলটি নিয়ে যায় শ্বশুর বাড়িতে। সেখানে গিয়েই সে গুলি ছুঁড়তে শুরু করে। এসময় গুলিতে ঘটনাস্থলেই মারা যান শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শ্যালিকা ও স্ত্রী। পাঁচ জনকে গুলি করে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় বিজয় রিয়াং।

ঘটনার খবর পেয়েই, সেখানে ছুটে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। তার খোঁজে শুরু হয় তল্লাশি।
অভিযুক্ত বিজয় রিয়াং ত্রিপুরা স্টেট রাইফেলসের রাইফেলম্যান।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২

টিসি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।